গনেশ পূজোর উদ্বোধনেও জেলা সভাপতি এবারে সবাইকে ছাপিয়ে গেলেন
TODAYS বাংলা: গনেশ পূজোর উদ্বোধনেও জেলা সভাপতি এবারে সবাইকে ছাপিয়ে গেলেন। গতকাল প্রবল বৃষ্টির মধ্যেও জেলা সভাপতি পাপিয়া ঘোষের উদ্বোধনে সবাইকে ছাপিয়ে যাবার ইঙ্গিত মিলেছে।শিলিগুড়িতে গনেশ পূজোর উদ্বোধন করতে আসলেন প্রবল বৃষ্টির মধ্যে। শিলিগুড়ির অধিকাংশ পূজোর উদ্বোধনেও জেলা সভাপতি পাপিয়া ঘোষের ডাক পড়েছে।

তিনি জানালেন ভগবানের কাছে সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা প্রার্থনা করলাম। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক এবং ভাল থাকুক। এদিন প্রবল বৃষ্টির মধ্যে পপিয়া ঘোষ প্রায় সব পূজোর মন্ডপেই যান।সেখানে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করেন।

তৃণমূল কংগ্রেসের অনেকগুলি পূজো অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়িতে।প্রায় প্রত্যেক পূজোতেই গিয়েছেন পাপিয়া ঘোষ।আর মন জয় করে নিয়েছেন অগনিত মানুষের মনে।সবাই একবাক্যে মেনে নিয়েছেন একজন যোগ্য জেলা সভাপতি পেয়েছে দার্জিলিং জেলা তৃণমূল।