বাগডোগরার শুভমায়া স্কুলের মিড ডে মিলের সূচনা করলেন জেলা সভাপতি
TODAYS বাংলা: বাগডোগরার শুভমায়া স্কুলের মিড ডে মিলের সূচনা করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং মেয়র গৌতম দেব।শুভমায়া স্কুলে পড়া ছাত্রছাত্রীরা মিড ডে মিলের জন্য আনেকদিন ধরেই অপেক্ষা করছিল।


তারা এ নিয়ে জেলা সভাপতিকেও বারবার অনুরোধ করছিলেন এই মিড ডে মিলের ব্যাবস্থা চালু করবার জন্য।অবশেষে কাল থেকে চালু হল মিড ডে মিল।

মিড ডে মিল চালু করা নিয়ে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন আমার কাছে অনেকদিন ধরেই খবর আসছিলো এই স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিলের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলো।

অবশেষে ওদের মনের আশা পূরন হয়েছে।তাই আগামীদিনে আমার আর্শীবাদ থাকলো এইসব ছেলেমেয়েদের প্রতি।অন্যদিকে মেয়র গৌতম দেব জানালেন আমি শুনেছিলাম ওদের সমস্যার কথা।

তাই এখানে এসে ওদের সমস্যার সমাধান করতে পেরে আমি প্রচণ্ড খুশী।আমি ভবিষ্যতে ওদের জন্য সবরকমের সাহায্য করতে তৈরী আছি।