গণেশ পুজোর পূণ্য তিথিতে সূচনা হলো এক্সপ্রেসন দ্য এক্টিং একাডেমী
TODAYS বাংলা: গণেশ পুজোর পূণ্য তিথিতে A.D গুপ্তার এবং ডিরেক্টর আতিউল ইসলামের এক্সপ্রেসন দ্য একটিং একাডেমী এর শুভ সূচনা সূচিত হলো। পুজোয় উপস্থিত ছিলেন প্রায় অনেকেই।


তারকামন্ডলি থেকে মডেল ফটোগ্রাফার সকলেই। উপস্থিত ছিলেন বিবেক ত্রিবেদী। এই একাডেমী তে অভিনয় মডেলিং প্রায় সমস্ত কিছুরই সুযোগ আছে যারা ইচ্ছুক যোগাযোগ করার চেষ্টা করবেন। TODAYS বাংলার পক্ষ থেকে এক্সপ্রেসন দ্য একটিং একাডেমীকে অনেক শুভেচ্ছা।
