প্রথম কাজ শুরু ম্যাগাজিনে! কী বলছেন রিয়া!
TODAYS বাংলা, প্রীতি পাত্র: স্বপ্ন দেখার অধিকার সবার থাকে। কিন্তু সেই স্বপ্ন কতটা পূরন করতে পারা যায় সেটাই হল বড়ো কথা। মেকআপ আর্টিস্ট হিসেবে মাত্র ৩ মাসের সফর রিয়া মন্ডল -এর। অবশ্য মেকআপের প্রথম অধ্যায় TODAYS বাংলা- এর হাত ধরেই শুরু করেন রিয়া। একটি ইনস্টিটিউট থেকে রিয়া মেকআপের কাজ শেখেন।

আর তার পরেই TODAYS বাংলা – এর সাথেই তার প্রথম কাজ শুরু করেন । প্রথম কাজই ম্যাগাজিনের পাতায় লিখিত এমন কজনের হয়। তাই জন্যই বলা হয় স্বপ্ন অনেকেই দেখে কিন্তু সেটা উড়ান দেওয়ার জন্য একজনের দরকার হয়, আর সেই একজনই হয়তো রিয়ার জীবনে TODAYS বাংলা হয়ে দাঁড়িয়েছে।

রিয়া বলেন, ” কাজ শেখার পর TODAYS বাংলা – এর সাথে এটা আমার প্রথম কাজ ছিল। বরাবরই সবাইকে সাজাতে ভালোলাগে আমার। তাই অনেক ভাবনার পর মেকআপে ইন্সটিটিউট ভর্তী হলাম । কাজ শিখলাম, আর তারপরেই TODAYS বাংলা – এর সাথে প্রথম কাজ। সত্যিই খুব ভালো লেগেছে এখানে কাজ করে। আশা করি ভবিষ্যতে আরও কাজ করবো। “

রিয়া মন্ডলের এই ইচ্ছাশক্তি কে আরও দ্বিগুণ করে তুলতে কেউ যদি ওনার কাছে নিজের মেকওভার করতে চান তাহলে ৮৩৩৫৮৮৬১১১ এই নাম্বারে যোগাযোগ করুন আর নিজের দিনটা সুন্দর করে তুলুন।

আমাদের সকল দর্শকদের জন্য বিশেষ ঘোষণা, আপনারাও যদি এমন সুযোগ পেতে চান TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ ” দ্বিতীয় বর্ষ ” ব্যানার শ্যুটে কাজ করার , তাহলে না ভেবে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমরা আপনাদের সুযোগ দেব, এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক হবো আমরাই। আমাদের মাধ্যমেই নিজেদের অভিজ্ঞতার সীমানাটা আর দীর্ঘ ও সুন্দর করে তুলুন।