আগামী 25তারিখ পর্যন্ত চলবে না বিমান
TODAYS বাংলা: আগামী 25তারিখ পর্যন্ত চলবে না বিমান,তাই এনজেপী শেয়ালদা দুটি এবং কামাক্ষা শেয়ালদা একটি ট্রেন চালু করছে পূর্ব রেল কতৃপক্ষ।


পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে অতিরিক্ত যাত্রীর বোঝা কমাতেই এই অতিরিক্ত ট্রেন চালানো হবে।গত 5দিন ধরে বন্ধ উড়ান।

তাই মানুষ হিমসিম খাচ্ছেন কলকাতা এবং অন্যান্য জায়গাতে যেতে।তাই অতিরিক্ত তিনটি ট্রেন চালানোর কথা ঘোষনা করা হল পূর্ব রেলের তরফ থেকে।এই ট্রেন দুটি এনজেপী এবং কামাক্ষা যাওয়া আসা করবে আগামী 27তারিখ পযর্ন্ত।

যাত্রীদের সুবিধার জন্য কেউ যদি টিকিট কেটে নাও আসেন ট্রেনে বসে টিকিট টিকিট কাটতে পারবেন।এন জেপী থেকে বিকেল চারটের সময় ছাড়বে এই ট্রেনগুলি।

জানা গেছে আপাতত এই মাসে পুরোটাই চলবে এই বিশেষ ট্রেনগুলি।পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে পাহাড়ের পর্যটকদের জন্যই বিশেষ করে এই ট্রেন রাখা হল।