April 20, 2025 | Sunday | 6:28 AM

রাক্ষুসে মাগুরের খোঁজ মিলেছে বারাণসীর গঙ্গায়

0

TODAYS বাংলা: দক্ষিণ আমেরিকাই এদের বসবাসের উপযুক্ত জায়গা। ব্রাজিল ও পেরুর আমাজন নদীতেই (Amazon river) বেশি দেখা মেলে এদের। দেশীয় মাগুরের থেকে অনেকটাই আলাদা, আরও বেশি আক্রমণাত্মক। হুড়মুড়িয়ে বাড়তে থাকে সংখ্যায়। ছোট পুকুর বা হ্রদের জলে এদের আমদানি হলে জলের পরিবেশই বিগড়ে দিতে পারে কয়েকদিনেই।

এমনই রাক্ষুসে মাগুরের (Giant fish) খোঁজ মিলেছে বারাণসীর (Varanasi) গঙ্গায়! কোথা থেকে, কীভাবে এই মাছ বারাণসী চলে এল, সেটা বুঝেই উঠতে পারছেন না মৎস্য বিশেষজ্ঞরা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বারানসীর রামনগরে রমনার পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদীতে মাছটি পাওয়া গেছে। এর আকৃতি অদ্ভুত। দেহের গঠন এবং গায়ের রঙ দেখে বিজ্ঞানীরাই বলেন, মাছটি আমাজন নদীর মাছ। বিজ্ঞানীরা আরো জানান মাছটি মাংসাশী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *