পানের দোকানের দেওয়াল ভেঙ্গে চুরি প্রায় ২০ হাজার টাকার সামগ্রী
TODAYS বাংলা: পানের দোকানের দেওয়াল ভেঙ্গে চুরি প্রায় ২০ হাজার টাকার সামগ্রী।।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন এন জে পি থানার অন্তর্গত জটিয়াকালি বাজার এলাকায়।
দোকানের মালিক তফিযুল হক জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দেওয়ালের একজায়গায় ভাঙ্গা।।

তখনই সন্ধেহ হয় তার। এর পর দোকানে ঢুকতেই দেখেন লকার ভাঙ্গা এবং জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে। এরপর খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।দোকানের মালিক জানান, এর আগেও এই দোকানে চুরির ঘটনা ঘটে।বার বার চুরির ঘটনা ঘটায় এলাকায় পুলিশি নিরাপত্তার দাবি করছেন জটিয়াকালি বাজার এলাকার দোকান মালিকরা। এই চুরির তদন্ত শুরু করে দিয়েছে স্থানীয় পুলিশের।তবে পুলিশের অনুমান চেনা পরিচিত কেউ এই চুরির সাথে জড়িত আছে।ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই চুরি হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় মানুষের।তাদের আরো অভিযোগ বার বার অভিযোগ জানালেও কোন সুরাহা হচ্ছিল না।দিনের বেলাতেও চুরি হয়ে যাচ্ছিল বলে অভিযোগ সাধারন মানুষের।