আর্থিক ভাবে পিছিয়ে পড়া দুটি পরিবারকে সাহায্য করলো শিলিগুড়ির তৃণমূল সদস্যরা
TODAYS বাংলা: মানবতা এখনও বেঁচে আছে। আর্থিক ভাবে পিছিয়ে পড়া দুটি পরিবারের পাশে দাড়িয়ে নজির সৃষ্টি করল শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকার বারিভাসা অঞ্চল তৃণমূলের সদস্যরা। দীর্ঘদিন ধরেই বারিভাসা অঞ্চলের অন্তর্গত মাদানী বাজার এলাকার বাসিন্দা এক ব্যক্তি কিডনির সমস্যায় ভুগছেন। তার চিকিৎসার জন্য প্রায় সবটাই খরচ করে ফেলেছে পরিবারের লোকেরা।

বাকি চিকিৎসা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না পরিবারের পক্ষে। সেই নিয়ে সাহায্যের আবেদন জানানো হয়েছিল বারিভাসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সদস্যদের কাছে। অন্যদিকে আর্থিকভাবে দুঃখ কষ্টে জর্জরিত এক মহিলা আয়ের বিকল্প পথ হিসেবে একটি সেলাই মেশিনের দাবি জানিয়েছিল। তেমনই দুজন দুঃস্থ পরিবারের পাশে দাড়ালেন বারিভাসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সদস্যরা।তারা ওই পরিবারের হাতে নগদ 15000টাকা এবং একটি সেলাই মেশিন তুলে দেন।