আজ বাগডোগরার গোসাইপুরে গৌরিয় মঠের উদ্বোধন অনুষ্ঠিত হলো
TODAYS বাংলা: আজ বাগডোগরার গোসাইপুরে গৌরিয় মঠের উদ্বোধন হল মহা আড়ম্বরের সাথে।উপস্থিত ছিলেন কলকাতা থেকে আসা মহারাজেরা।উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন মঠের মহারাজেরা।


এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিল প্রায় দশহাজার লোকের মধ্যাহনভোজন অনুষ্ঠান।উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত প্রায় একশোজন ভক্ত যারা দেশে এবং বিদেশের বহু আন্তর্জাতিক অনুষ্ঠানের সাথে জড়িত।

এই বেলুরমঠের উদ্বোধন করতে এসেছিলেন কলকাতা এবং দিল্লী থেকে আগত মহারাজেরা।এদিন প্রথম আরাধনা এবং যজ্ঞের মাধ্যমে শুরু হয় পূজা পাঠ।প্রায় তিনশো জন মহারাজ এই পূজোতে যোগদান করেন।

জানা যায় এই অনুষ্ঠান চলবে আগামী সাতদিন পযর্ন্ত।এই মঠে বিভিন্ন দুস্থদের থাকা এবং খাওয়ার ব্যাবস্থা করা হবে এবং মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যাবতীয় সাহায্য করা হবে।
