শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের জন্য বন্ধ করে দেওয়া হল ভারত নেপাল সীমান্ত
TODAYS বাংলা: রবিবারে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের জন্য বন্ধ করে দেওয়া হল ভারত নেপাল সীমান্ত।আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভারত এবং নেপাল সীমান্ত। মহকুমা পরিষদের নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যাবস্থা শিলিগুড়িতে।তাই যাতে কোনরকমের অপ্রতিকর পরিস্থিতি তৈরী না হয় সেদিকে নজর রাখতেই এই ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

আগামী সোমবার থেকে সবকিছু পুনরায় চালু হবে বলে জানানো হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং মহকুমা পরিষদের পক্ষ থেকে।যেসব জায়গায় নির্বাচন হবে সেসব জায়গায় কড়া নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।