April 21, 2025 | Monday | 2:41 AM

সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ

0

TODAYS বাংলা: সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ। ২০২১ সাল থেকে এই কলেজের আটজন ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের চাকরি চলে যায়। তাঁদের চাকরিতে পুনর্বহাল করার আর্জি জানিয়ে পাঁচজন মামলা করেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। সোমবার মামলার শুনানি হয়। মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টে। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় আদালতে উপস্থিত ছিলেন।

বিচারপতি অধ্যক্ষের কাছে কর্মচ্যুত ইনস্ট্রাক্টররা কেন কাজে বহাল হননি, তা জানতে চান। উত্তরে অধ্যক্ষ জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবটা জানিয়েছেন। বিচারপতি এরপরই জানতে চান, তিনি এরপর কী করেছেন? এই প্রশ্নের উত্তরে অধ্যক্ষ অমিতাভ রায় নীরব ছিলেন। এরপরই বিচারপতি আদেশ দেন, আগামী ৩০ অগাস্টের মধ্যে মামলাকারীদের প্রত্যেককে কাজে বহাল করতে হবে। তা না হওয়া পর্যন্ত অধ্যক্ষ কোনও বেতন পাবেন না। অধ্যক্ষ অমিতাভ রায়ের আইনজীবী এষা আচার্য জানান, অধ্যক্ষ তাঁর দায়িত্ব সম্পন্ন করেছেন। কিন্তু আদালতের ভাবনা পৃথক। এই মামলার শুনানি হবে ৩০ অগাস্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *