April 20, 2025 | Sunday | 3:53 AM

চলচ্চিত্র উৎসবের শেষ দিনে তাল কাটলো, কারণ ঝড়-বৃষ্টি

0

TODAYS বাংলা: রবিবার চলচ্চিত্র উৎসবের শেষ দিনে তাল কাটল। এর পিছনে দুটি কারণ রয়েছে। তবে শনিবার নন্দন চত্বরে চলচ্চিত্র উৎসব কে কেন্দ্র করে ভিড় ছিল চোখে পড়ার মতো। শনিবার যত বেলা গড়িয়েছে দর্শকদের ভিড় ও বেড়েছে।

তবে শনিবার অনেকের মনে আশঙ্কা জেগেছিল রবিবার চলচ্চিত্র উৎসবের শেষ দিন ঠিকই , কিন্তু কতটা ভিড় হবে সেই প্রশ্ন। কারণ রবিবার পহেলা মে অর্থাৎ মে দিবস, এছাড়া প্রচন্ড গরমের মধ্যে মানুষ কতটা উৎসবমুখি হবে।

রবিবার শুরুটা ভালোই হয়েছিল। নন্দন চত্বরে ভালোই দর্শকের সমাগম দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টির কারণে কিছুটা বিব্রত হয়ে পড়েন দর্শকরা। আগাম প্রস্তুতি না থাকার কারণে তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই আশ্রয় নেন নন্দন এর ভেতরে। ঝড়ের কারণে বেশ কয়েকটি হোডিং ছিঁড়ে পড়ে যায়। এছাড়া আরো একটি কারণে দর্শকদের মধ্যে বিভ্রান্তি দেখা যায়।

একটি ডেইলি বুলেটিনে দেখানো হয়েছিল চলচ্চিত্র উৎসবে একটি বাংলাদেশী ছবি প্রদর্শিত হবে, কিন্তু শেষ পর্যন্ত সেই ছবি প্রদর্শিত হয় নি। এই প্রসঙ্গে এক উদ্যোক্তা জানিয়েছেন প্রথমে ঠিক হয়েছিল ওই বাংলাদেশি ছবিটি প্রদর্শিত হবে, কিন্তু পরে সিদ্ধান্ত নিয়ে ছবিটি বাদ দিয়ে দেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *