ক্রিকেট খেললেন মেয়র
TODAYS বাংলা: ক্রিকেট খেললেন মেয়র।আজ শিলিগুড়িতে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ আয়োজিত প্রথম ডিভিসন ক্রিকেট লীগের সূচনা করলেন মেয়র গৌতম দেব।নিজেও উদ্বোধন করে ব্যাটিং করলেন।জানারেন আমি খেলাধুলো এমনিতেই ভালোবাসী।

এর মধ্যে ক্রিকেট আমার সবচাইতে প্রিয় খেলা।আর এই করোনা আবহে মানুষের সব কিছু নষ্ট হয়ে গেছে।দুবছর মানুষ কিছুই করতে পারি নি।

তাই এবারে শিলিগুড়িতে ক্রিকেটের জন্য নেমে পড়লাম।আশা করব মানুষ ভালো সাড়া দেবে।

আবার মানুষ মাঠে ফিরে আসবে।তাই আজকে এই ক্রিকেট লীগের উদ্বোধন করে মানুষকে আবার ক্রিকেটের মধ্যে ফিরিয়ে আনলাম।রঙীন পোশাকের এই টুর্নামেন্ট মানুষকে আনন্দ দেবে আশা করছি।জানালেন মেয়র।
