আফ্রিকার এক বিষাক্ত পোকার আতঙ্কে কাঁপছে পাহাড়
TODAYS বাংলা: আফ্রিকার এক বিষাক্ত পোকার আতঙ্কে কাঁপছে পাহাড়। সিকিম থেকে শিলিগুড়ি, দাপিয়ে বেড়াচ্ছে নাইরোবি ফ্লাই । স্থানীয়রা বলছেন, অ্য়াসিড পোকা। এমন একধরনের পোকা যার বিষে অ্যাসিড পোড়ার মতোই দগদগে ঘা হচ্ছে চামড়ায়। জ্বালাপোড়া ব্যথা হচ্ছে। হাসপাতালে ভর্তিও হয়েছে অনেকে।

সিকিমে প্রথম এই পোকার উপদ্রবের কথা শোনা গিয়েছিল। বেশ কয়েকজন ছাত্রছাত্রী আক্রান্ত হয়েছিলেন। এখন উত্তরবঙ্গের নানা জায়গায় এই পোকার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে শিলিগুড়িতে পোকায় কাটা রোগীর সংখ্যা বাড়ছে। নাইরোবি ফ্লাই নিয়ে তাই সতর্ক প্রশাসনও। জেলা প্রশাসন সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছে। শিলিগুড়ি পুরসভার তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ের বিভিন্ন এলাকা জুড়ে নাইরেবি মাছির আক্রমনে আক্রান্ত মানুষের খোজ পাওয়া গেছে। কালিম্পং এবং কার্শিয়াং এ এই পোকার উপদ্রব লক্ষ করা গেছে। এই পোকার প্রচণ্ড দাপট বেরিয়ে গেছে জয়গা এবং জলপাইগুড়িতেও।জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে প্রতিদিন ফিনাইল এবং জীবানুনাষক ওষুধ দেওয়া হচ্ছে।জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সৈকত চক্রবর্তী জানিয়েছেন রবিবার থেকে বাড়িতে বাড়িতে গিয়ে খোজ করা হবে এই পোকার আক্রমনের শিকার কেউ হয়েছেন কি না।নাইরেবি Fly এর আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি কলেজেও। কলেজের বিভিন্ন জায়গায় আজ থেকে স্প্রে করবে কলেজ কতৃপক্ষ।এখনো পযর্ন্ত এই পোকার আক্রমনে গোটা শিলিগুড়িতে একহাজার জনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।