বিকল হয়ে গেছে এনজেপী ষ্টেশনের একমাত্র লিফট
TODAYS বাংলা: বিকল হয়ে গেছে এনজেপী ষ্টেশনের একমাত্র লিফট।গত একমাসের উপরে এই লিফটি বিকল হয়ে থাকায় প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে গেছেন যাত্রীরা।যাত্রীদের অভিযোগ যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তাদের বিশেষকরে বয়ষ্ক এবং অসুস্থ মানুষ এছারা বাচ্চাদেরও প্রচণ্ডভাবে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ওঠানামা করতে।

যাত্রীরা জানিয়েছেন এন জেপী ষ্টেশনের ওভারব্রিজ প্রচণ্ড লম্বা তাছারা এত জিনিসপত্র নিয়ে ওঠানামা করতে প্রচণ্ড অসুবিধা হয় যাত্রীদের ট্রেন থেকে নেমে যাত্রীদের ভারী জিনিস নিয়ে চলাফেরা করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে আর লিফট খারাপ হয়ে পড়ায় মুষ্কিলে পড়ে যান যাত্রীরা।গতকাল যাত্রীরা ষ্টেশন মাষ্টারের কাছে দাবী করেছেন যাতে অবিলম্বে এই লিফটটি ঠিক করা হয়।