মন্দির বাজারে কমিউনিটি হল উদ্বোধন অনুষ্ঠান
গোপী কিশোর বেরা,TODAYS বাংলা:
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্দিরবাজার বিধানসভার অন্তর্গত মন্দিরবাজার এলাকায় কমিউনিটি হল (যাত্রী নিবাস )শুভ উদ্বোধন


অনুষ্ঠানে উদ্বোধন করলেন দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন জেলার সভাপতি তথা কুলপি বিধানসভার বিধায়ক যোগ রঞ্জন হালদার।


ভারত সরকার প্রাপ্ত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, সুন্দরবন জেলার INTTUC সভাপতি তথা মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার,


মন্দিরবাজার ব্লক সভাপতি অলোক ভট্টাচার্য এবং মন্দিরবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সহএলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

