April 20, 2025 | Sunday | 2:21 AM

প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা কোচবিহারবাসী

0

TODAYS বাংলা:

প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা কোচবিহারবাসীর । বর্তমানে কোচবিহারের তাপমাত্রা ৩৭ ডিগ্রি । এই অবস্থায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চালক এবং কন্ডাক্টরদের জল এবং গ্লুকোজ দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কর্তৃপক্ষ । আজ সকাল থেকে প্রতিটি বাসের চালক এবং কন্ডাক্টরকে জলের বোতল এবং গ্লুকোজ দেওয়া হয়।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন , এই গরমের মধ্যে সকলের নাজেহাল পরিস্থিতি । বাসের চালক এবং কন্ডাক্টরদের বাসের ইঞ্জিনের পাশে প্রচন্ড গরমের মধ্যে সারাদিন থাকতে হয় । তাই সংস্থা ঠিক করেছে যতদিন এই গরমের দাপট না কমছে ততদিন তাদের জল এবং গ্লুকোজ দেওয়া হবে ।

যাতে তারা সুস্থভাবে পরিষেবা দিতে পারে । সংস্থার এই মানবিকতায় খুশি বাসের চালক এবং কন্ডাক্টররা।তারা জানিয়েছেন এই মানবিকতার জন্যই পরিষেবার আরো উন্নত হবে। এই প্রচণ্ড গরমে এই পরিষেবা মানুষের মনকে আনন্দ দিতে পারবে।সেদিক থেকে কোচবিহার শহর অন্য শহরকে পথ দেখাবে বলে দাবী করেন পার্থপ্রতিম রায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *