পাহাড়ের মানুষ পালন করছে বিশ্ব পরিবেশ দিবস
TODAYS বাংলা: সারা বিশ্বের মতন পাহাড়ের বিভিন্ন জায়গাতে পালন করা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পাহাড়ের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করছে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবং ইষ্কুলের ছাত্রছাত্রীরা। পাহাড়ের বহু মানুষ আজ নিজেরাই বিশ্ব পরিবেশ দিবস পালন করে।পাহাড়ের বর্তমান প্রধান রাজনৈতিক দল হামরো পার্টির পক্ষ থেকে পালন করা হল বিশ্ব পরিবেশ দিবস।

দার্জিলিং মার্কেট এবং দার্জিলিং বাজারের সামনে বৃক্ষরোপন করেন ইষ্কুলের ছাত্রছাত্রীরা।এদিন বিধায়ক শান্তা নিজে দাড়িয়ে থেকে বৃক্ষরোপন করেন। দার্জিলিং বাস ষ্ট্যান্ডে বাসচালকেরাও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন।পাহাড়ে ঘুরতে আসা টুরিষ্টরাও পালন করেন বিশ্ব পরিবেশ দিবস।এদিন পাহাড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিনামুল্যে চিকিৎসা কর্মসূচী গ্রহন করেন গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যরাও।দার্জিলিং এর পাশাপাশি কালিম্পং এবং কার্শিয়াং তেও পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।