হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হতে তুলে দিলেন কালচিনি থানার পুলিশ
TODAYS বাংলা:
হারিয়ে যাওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করে মঙ্গলবার মোবাইল মালিকদের হাতে তা তুলে দিলেন কালচিনি থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর , কালচিনি এলাকার তিন জন ব্যক্তির মোবাইল সম্প্রতি হারিয়ে যায় । এরপর তারা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে তিনটি ফোন উদ্ধার করে ।

এ বিষয়ে কালচিনি ওসি টিএন লামা বলেন , সম্প্রতি তাদের কাছে বেশ কিছু মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ এসেছিল , তার মধ্যে তিনটি তারা উদ্ধার করেছে । বাকি গুলোও শীঘ্রই উদ্ধার হবে বলেও জানান তিনি ।