শিলিগুড়ির বাগরাকোটের জেলের সংশোধনাগারে আজ পালিত হল রাখি বন্ধন উৎসব
TODAYS বাংলা: শিলিগুড়ির বাগরাকোটের জেলের সংশোধনাগারে আজ পালিত হল রাখি বন্ধন উৎসব। আজ সংশোধনাগারে গিয়ে তাদের হাতে রাখি পড়িয়ে দিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।তিনি জানালেন আমাদের গর্ব এই উৎসব।এই উৎসবে কোন জাতি,ধর্মের বাধবিচার করা হয় না।রাখি বন্ধন উৎসব ভাই এবং বোনেদের মধ্যে একটা সৌভাগ্যের প্রতিক বহন করে।যে যেমনই থাকুক ভাই বোন এই দিনটিকেই সবার আগে মনে রেখে চলে।

এখানে কোন জাতি এবং ধর্মের ভেদাভেদ থাকে না। পাপিয়া ঘোষ এদিন জানান আমরা সবাই এক হয়ে চলতে চাই সবসময়।এই দিনে আমাদের লক্ষ একে অন্যের কাছাকাছি চলে আসা।রাখির আসল কাজই হল ভাই এবং বোনেদের পরস্পরের কাছে চলে আসা।আর রাখি সেটাই করে চলেছে অত্যন্ত সফলভাবে।এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংশোধনাগারের বন্দীদের হাতে রাখি পড়িয়ে দেওয়া হয়।