রথযাত্রা উৎসব পালনের তোড়জোড় শুরু শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে
TODAYS বাংলা: রথযাত্রা উৎসব পালনের তোড়জোড় শুরু শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে। দম ফেলার ফুরসত নেই শিলিগুড়ির সুভাষপল্লীর শিল্পীদের। জোরকদমে চলছে বড় বড় রথের সজ্জা তৈরির কাজ। কাটা হচ্ছে থার্মোকল। বড় থার্মোকলে তৈরি হচ্ছে চৈতন্যদেব। থাকবে জগন্নাথের দু’পাশে। সেইসঙ্গে খুদেদের জন্য তৈরি হচ্ছে ছোট ছোট রথ। রথের আর মাত্র একসপ্তাহ বাকি, অর্ডার প্রচুর। লক্ষ্মীলাভের এই সুযোগ হাতছাড়া করতে চান না শিল্পীরা। তাই দিনরাত চলছে কাজ।

গত দু’বছর করোনার থাবায় রথের আনন্দ মাটি হয়েছে। কিন্তু এবছর পরিস্থিতি ভাল। তাই রথযাত্রা হবে জাঁকজমক করে। বরানগরে পুরীর আদলে তৈরি হচ্ছে রথ। ইসকনের রথযাত্রাও বেরোবে। স্বাভাবিকভাবেই আড়ম্বরের সঙ্গেই এবারের রথ পালিত হতে চলেছে। সেজন্যই ব্যস্ততা শিল্পীদের।
পাড়ায় পাড়ায় খুদেরা যে রথ নিয়ে বেরোয়, সেই রথ তৈরি করেছিলেন নোটন ঘোষ। জানালেন, তিনি সারাবছর বিয়ে বা অন্য অনুষ্ঠানের সাজসজ্জা তৈরির কাজ করেন। পুজো বা ভোট এলেই কাজ বেড়ে যায়। উপার্জনও ভাল হয়। তবে এবছর সব জিনিসের দাম অনেক বেড়েছে। তাই বাঁশ, থার্মোকল, কাঠবোর্ড দিয়ে তৈরি ছোটদের রথের দামও অনেকটা বেড়েছে। ভালো চাকা লাগানো শক্তপোক্ত তিনতলা রথের দাম ১২০০ টাকা। একটু ছোট ৫০০-৬০০ টাকা। তবে তাসত্ত্বেও ভালো বিক্রি হবে বলে আশা তাঁর।শুধু তাই নয় এবছর রথ অন্য ধরনের হবে বলে দাবী করেছেন তিনি। তিনি এও জানালেন প্রভু জগন্নাথ দেবের আগমনে এবারে সব মানুষের ভালো হবে। মানুষের জীবনে শান্তি ফিরে আসবে বলে দাবী করলেন তিনি।