বঙ্গোপসাগরে ডুবে গেল বালি ভর্তি বোর্ড
গোপী কিশোর বেরা, TODAYS বাংলা:
আজ সকালে বকখালি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বঙ্গোপসাগরের চিনাই নদীতে বালী ভর্তি বোট ডুবে গেলো।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মেদিনীপুর থেকে বালি ভর্তি করে নামখানার উদ্দেশ্যে যাওয়ার পথে এই বোট টি হঠাৎ স্রোতের মুখে পড়ে বঙ্গোপসাগর ও চিনাই নদীর মোহনায় ঢুবে যায়


আনুমানিক ফ্রেজারগঞ্জ থেকে পাঁচশ মিটার দুরে ঘটনাটি ঘটে। বালি ভর্তি বোট যখন ডুবার মুখে ঠিক সেই সময়একটি টুরিস্ট বোট পাশ থেকে যাওয়ার সময় দেখতে পায় তড়িঘড়ি টুরিস্ট বোট এর চালক খবর দেয় ফ্রেজারগঞ্জ থানায়।


ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি সুভেন্দু দাস সহ তিন জন কর্মীকে নিয়ে স্পিড বোর্ড করে উদ্ধার করার জন রওনা দেয়। অবশেষে বোটে থাকা তিনজনকে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ উদ্ধার করে।

বোট সহ তিন জনকে নিয়ে আসা হয়েছে ফ্রেজার গঞ্জ কোস্টাল থানায়। জোয়ার ও স্রোতের ঢেউয়ে ঢুবে যায় বোর্ড ।

তবে বোটটিতে সাদা বালি ছিল,সাদা বালি প্রকৃত মেদিনীপুর থেকে আসছিল ,না সুন্দরবনের নদী বহুল কোন এলাকা থেকে কাটা হয়েছে কিনা সে বিষয় নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ।