জামাই ষষ্ঠীর জামাই আদর শাশুড়ির
TODAYS বাংলা: কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণের মধ্যেই আজ হচ্ছে জামাই ষষ্ঠী। যে পার্বণের মধ্যে দিয়ে বাংলার শাশুড়িরা তাদের জামাইয়ের মঙ্গল কামনা করে থাকেন পূজার্চ্চনার মাধ্যমে। আর জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই শশুর বাড়ি এলে বাংলার প্রতি ঘরের শাশুড়িরাই জামাইকে পাত পেড়ে খাওয়ান। আজও বহু বছর ধরে চলে আসা বাংলার এই নিয়মকে স্মরণীয় করে রাখতে বালুরঘাটের গৃহবধূ সোমা মুখার্জি এক অভিনব উদ্যোগ নিলেন। সোমা মুখার্জি1 অচল ১০ পয়সার ওপরে শাশুড়ির জামাইকে পাত পেরে খাওয়ানোর দৃশ্য তুলে ধরেছেন। এর আগেও সোমা মুখার্জি ক্ষুদ্রাতিক্ষুদ্র স্কাল্পচার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এর আগে তার তৈরি ক্ষুদ্র ভাস্কর্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসেও নাম তুলেছে।

এবার জামাইষষ্ঠী বিষয়টিকে সকলের সামনে অন্যভাবে তুলে ধরতে সোমা মুখার্জী
এই মিনিয়েচার স্কাল্পচার তৈরি করেছেন বলে জানান। সোমা মুখার্জির এই উদ্যোগ তাক লাগিয়ে দিয়েছে বালুরঘাট বাসিকে। তিনি এবার চেষ্টা করেছেন অচল হওয়া ১০ পয়সা মধ্যে জামাই ষষ্ঠী পার্বন তৈরি করার।সোমা মুখার্জির মা স্বপ্না চ্যাটার্জী বলেন ছোট থেকে তার মেয়ের আগ্রহ ছিল শিল্পকলা তুলে ধরা। সে কারণেই তিনি ও তার স্বামী আগ্রহ দিতেন তার মেয়েকে। এখনো সংসারের কাজের ফাঁকে অবসর সময়ে বসে বসে বিভিন্ন শিল্পকলা তৈরি করেন সোমা মুখার্জি।