গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কোচবিহারের ১০ পুণ্যার্থীর পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার
গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কোচবিহারের ১০ পুণ্যার্থীর পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার। মঙ্গলবার শীতলকুচির বিডিও অফিসে মৃতদের পরিবারের সদস্যদের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

রবিবার রাতে জল্পেশ মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১০ জন পুণ্যার্থীর। জখম হন অন্তত ১৬ জন। বৃষ্টির জল জেনারেটরের সংস্পর্শে আসায় শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন সকলে। এমনটাই জানিয়েছেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার। সোমবার জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে দুর্ঘটনায় জখমদের দেখতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, ঘটনাটি মর্মান্তিক। রাজ্য সরকার নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে।