মোমবাতি দেখিয়ে পেট চলত! এমন মন্তব্য কেন করলেন দিলীপ ঘোষ! জেনে নিন
TODAYS বাংলা : রাজ্যের একের পর এক গণধর্ষণের ঘটনা আর তাতে বুদ্ধিজীবীদের নিশ্চুপ থাকা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নিউটাউনে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ।


সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন। রাজ্যে গত এক সপ্তাহের মধ্যে ঘটে যাওয়া চারটি গণধর্ষণ ও ধর্ষণের ঘটনা, তারও আগে মাটিয়া ধর্ষণকাণ্ডে রাজ্য তোলপাড়। বিরোধীরা সরব।

কিন্তু এক্ষেত্রে উল্লেখ্যযোগ্যভাবে কোনও মতই ব্যক্ত করতে দেখা গেল না কোনও বুদ্ধিজীবীকে। আগে এই ধরনের ঘটনায় বাংলার বুকে একাধিক মোমবাতি মিছিলে বুদ্ধিজীবীদের মুখ দেখা যেত। এখন সে সব অতীত।

মূলত হাঁসখালি গণধর্ষণকাণ্ড নিয়েই প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষকে। তিনি বলেন, “মোমবাতি দেখিয়ে পেট চলত। পেটে এত চর্বি হয়ে গিয়েছে, আর হাঁটতে অসুবিধা হয়ে গিয়েছে।

মোমবতি দেখিয়ে আগে দোকান চলত এখন মোমবাতি দেখালে দানাপানির অসুবিধা হয়ে যাবে।” বুদ্ধিজীবীদের নাম না করেই দিলীপের সংযোজন, “ওঁদের কাছ থেকে কিছু আশা করবেন না। সোশ্যাল মিডিয়া এখন শর্টকাট মাধ্যম হয়ে গিয়েছে।”