April 20, 2025 | Sunday | 6:57 PM

সেলিব্রেটি ফ্যাশন ডিজাইনার নাফিসা খানের কাহিনী!

0


TODAYS বাংলা; পূর্বা রায়: ফ্যাশন যদি সাদা ক্যানভাস হয় ডিজাইন তার রং তুলি; এই দুই বিষয়কে কেন্দ্র করে জীবনের সবটুকু তার উজাড় করা।
ঠিক এমন ভাবেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পাঁচ বছর ধরে সগৌরবে নিজের প্রতিভা প্রদর্শন করছেন ডিজাইনার নাফিসা খান।


টলিউড থেকে শুরু করে বলিউড সর্বত্রই তার ফ্যাশন কালেকশন বিরাজমান। সম্প্রতি বলিউডের এক ওয়েব সিরিজে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন। এছাড়াও নানা ধরনের সম্মানে পুরস্কৃত হয়েছেন তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।


ফ্যাশন ডিজাইনিং এর পাশাপাশি সেই পোশাক নিয়ে ফটোশুট ও অরগানাইজ করে থাকেন।
জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী কে আনেন তিনি এবং প্রকাশ পায় তারই আদর্শ নাফিসার কর্মে।
সব ধরনের ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করলেও ওয়েস্টার্ন ক্রিয়েটিভ হাই-ফ্যাশন তার মূল প্রসঙ্গ।


মে-জুন মাসের দাবদাহ গরমে কিভাবে নিজেকে কম্ফোর্টেবল কিন্তু ফ্যাশনেবল জামাকাপড় পড়ে সাজানো যায় সেই বিষয়টি মাথায় রেখে আগামী দিনে আসতে চলেছে ডিজাইনার নাফিসা খানের অনবদ্য সামার কালেকশন। আট থেকে আশি সকলের জন্যই থাকছে বিশেষ কটন প্রিন্টেড সম্ভার।


আরো একটি সুখবর TODAYS বাংলার সকল দর্শকের জন্য “খুব শীঘ্রই আসতে চলেছে TODAYS বাংলার নিজস্ব ম্যাগাজিন এবং সেখানেই থাকবে স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার নাফিসা খানের অনবদ্য সৃজনশীলতার নিদর্শন”।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *