মডেল হিসেবে প্রতিষ্ঠিত দেবলীনার কাহিনী
TODAYS বাংলা, প্রীতি পাত্র: আজকে গল্প শোনাবো দেবলীনা দাসের। অবশ্য গল্প হলেও তো সত্যি কিছু কাহিনী। আজ শোনাবো দেবলীনা দাসের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জীবন কাহিনী। পেশায় ছিলেন একজন নৃত্য শিল্পী।



ভালোই চলছিল নৃত্য শিল্পী হিসেবে কাজ কিন্তু হঠাৎ মডেলিং -এ কেন। এই নিয়ে দেবলীনা বলেন, ” ছোটো থেকে দেখছি যারা মডেলিং করে তারা সবদিক থেকে সবার পথপ্রদর্শক হয়ে উঠে।



আর সেখান থেকেই মনে হলে আমিও যদি কারও পথপ্রদর্শক হতে পারি তাহলে তো ভালোই হয় । আর সে কারনেই আজ এই লাইনে। এখন পর্যন্ত কারো পথপ্রদর্শক হতে পারিনি কিন্তু একদিন অবশ্যই হবো। “



বেশিদিন না মডেল হিসেবে মাত্র ছমাসের পথ চলা। আর এই কয়েক মাসেই নিজেকে প্রতিষ্ঠিত করতে মনে এনেছে অসীম উদ্যম। খুব বেশি না হলেও এই কয়েক মাসেই করে ফেলেছেন বুটিকের ক্যাটালগ শ্যুট।

করেছেন ব্রাইডাল শ্যুট । আগামী দিনে TODAYS বাংলা -এর ম্যাগাজিনেও কাজ করতে চলেছেন দেবলীনা । তার এই পথ চলাকে TODAYS বাংলা -এর পক্ষ থেকে স্বাগত জানায় আমরা।