ব্যাকডেটেড ভাবনার ধার না ধেরে শিক্ষিকা এখন মডেল
TODAYS বাংলা; পূর্বা রায়: শিক্ষিকা হলে যে তাঁর কাজ শুধুই পড়ুয়াদের সমাজের মূল স্রোতে রাখা, জ্ঞান প্রদান করা এমন একটি ধারনার বেড়াজাল পেরিয়ে মমতা রায় তার নতুন রূপে ধরা দিলেন।


গোটা বিশ্ব যখন করোনার চোখ রাঙানিতে ভুগছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলির চার দেয়ালের পড়াশোনার পাঠ তখন অনলাইনে নতুন ইতিহাস লিখছিল।


ঠিক সেই সময় শিক্ষিকা মমতা রায় জীবনের নতুন সত্তাকে খুঁজে পায়। গৃহবন্ধি একঘেয়েমি স্বাদ কাটাতে মডেলিং করতে শুরু করেন।


দীর্ঘ ১০ বছর ধরে যাদবপুরের একটি স্কুলে শিক্ষকতা করলেও ম্যাডাম মমতার ইচ্ছে ছিল মডেলিং করার। সেই সুপ্ত ইচ্ছাকেই বাস্তবে রূপ দেওয়ার সুযোগ করে দেয় লকডাউন।


শিক্ষিকা হলেও যে নিজের কিছু শখ আহ্লাদ থাকে সেই উচ্চ ভাবনাকে মাথায় রেখে সব ববাধা সীমিত পরিধি পেরিয়ে বর্তমানে স্বাচ্ছন্দে ইন্ডিয়ান, ওয়েস্টার্ন ফটো শুট করছেন একজন মডেল হিসেবে।

মডেল মমতার নিজেকে নতুন করে, নতুন রূপে, আমিও করতে পারি দেখার আত্মবিশ্বাসকে প্রতিনিয়ত সমর্থন করেছে তাঁর পরিবার এমনকি তার ছোট্ট ৮ বছরের একরত্তিটিও।

অবসর সময় সুযোগ পেলে বই পড়তে, গান শুনতে ভালোবাসেন তিনি।
শিক্ষিকা তথা মডেল মমতা নিজেকে নতুন ভাবে দেখে যেমন আনন্দিত তেমনিই আনন্দিত তার সহকর্মীরা এবং ছাত্র-ছাত্রীরা তাদের ম্যাডামকে নব রুপে পেয়ে।

সেইসঙ্গে মমতা রায় কে মিনু শাড়িতে অনন্য লুকে দেখা যাবে টুডেস বাংলার মাগাজিনে।