April 20, 2025 | Sunday | 5:28 PM

বোস পুকুর পারিজাত ক্লাব সর্বজনীন দুর্গাপূজার এবারের থিম “শিবা “

0

TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে বোস পুকুর পারিজাত ক্লাব সর্বজনীন দুর্গাপূজার কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম : বোস পুকুর পারিজাত ক্লাব সর্বজনীন দুর্গাপূজা

১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উঃ 53 বছর

২) এবারের থিম কি?
উঃ শিবা

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ 1 মাস 15 দিন আগে

৪) থিমের ভাবনার কারণ?
উঃ এবছর আমাদের পুজোর থিম ‘শিবা’। সারা পৃথিবী জুড়ে যে তাণ্ডব এবং অত্যন্ত সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমরা শিবের আরাধনা করে আমাদের চিন্তাভাবনা প্রদর্শন করছি। এই মহাসংকটময় পরিস্থিতিতে সেই সত্য শিব সুন্দরের কাছে আমাদের প্রার্থনা , ‘হে প্রভু ,হে রক্ষাকর্তা বাজাও তোমার ডমরু। যে আসুরিক শক্তি মনুষ্যসমাজকে বিনাশ করছে তাকে নিধন করুন।তোমার কল্যাণময় স্পর্শে সকল পাপ ও কলুষ হোক দূরীভূত। শীতল হোক সকলের তাপিত হৃদয়।

এই বছর আমরা প্যান্ডেল তৈরি করতে নিম্নলিখিত উপাদান ব্যবহার করছি – বাঁশ, প্লাই বোর্ড, বাটাম, দড়ি, ফায়ারপ্রুফ ট্রিপল, ভাঙা গ্লাস,জলরঙ, প্যারিস, বিশেষ জল, ইট,সিমেন্ট, বালি, লোহার রড ইত্যাদি।এবং সবচেয়ে বড় মানে আমাদের মূল আকর্ষণ থাকবে জল দিয়ে ক্রিয়েটিভ কিছু ডিজাইনের ব্যবহার.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *