মেকআপ আর্টিস্ট পিয়ালী জানার চিন্তা এবার তাক লাগানোর মত
TODAYS বাংলা; পূর্বা রায়: ক্যানভাস যদি হয় কারণ মুখ; তাহলে রং তুলি হতে হয় মেকআপ কে, এমন সব শব্দে ভরা পিয়ালী জানার চেতনা।


এক নয় দুই নয় বিগত তেরো বছর ধরে স্বমহিমায় কাজ করে চলেছেন তিনি। রয়েছে তার নিজস্ব একটি পার্লার। যেখানে মহিলাদের সযত্নে সব ধরনের পরিষেবা দেওয়া হয়।


পার্টি মেকআপ থেকে শুরু করে ব্রাদার রিসেপশন মেকআপ সব ধরনের কাজেই পিয়ালীর বিশেষত্ব।
হাজারো ব্যস্ততার মাঝেও সুযোগ পেলে ভুলেন না তার প্রিয়জনকে নিত্য নতুন রান্নার পদ করে খাওয়াতে।


নিজেকে সৌন্দর্য করতে কিংবা বিশেষ দিনে বিশেষ ভাবে সাজতে আপনিও যোগাযোগ (9775966449) করতে পারেন পিয়ালীর পার্লারে।

