তিনদিনের ২৭তম বার্ষিক প্রদর্শনী চলছে INIFD লিন্ডসে স্ট্রীট
TODAYS বাংলা, সত্যজিৎ চক্রবর্তী : কলকাতার নাম করা ফ্যাশন ইনস্টিটিউট INIFD লিন্ডসে স্ট্রীটে শুরু হয়ে গেলো ২৭ তম বার্ষিক এক্সিবিশন। চলবে ১০ই সেপ্টেম্বর শনিবার পর্যন্ত। ৮ ই সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার সকালে এই সংস্থার বার্ষিক প্রদর্শনী উদ্বোধন করেন অভিনেত্রী আয়সী তালুকদার। আজ এক সাংবাদিক সম্মেলনে এই সংস্থার প্রধান রাফায়েল ম্যানটোজ জানালেন প্রতি বছর আমাদের এই বার্ষিক প্রদর্শনী হয়। আমাদের এখান থেকেই প্রতি বছর ছেলে মেয়েরা দেশ-বিদেশে নানা ফ্যাশন উইক যেমন ল্যাকমি ফ্যাশন উইক ও প্যারিস সহ নানা সংস্থায় অংশ নেয় ও নিয়েছে। আমাদের এখানে নানা ধরণের ফ্যাশন স্টাইল শেখানো হয়।

শাড়ি, রিবন, সাটিন, ফেলে দেওয়া নানা জিনিস ও উপকরণ দিয়ে এখানকার ছেলে মেয়েরা নানা ধরণের ড্রেস বানায় ও দেশ বিদেশে সমাদৃত হয়। অভিনেত্রী আয়সী তালুকদার জানালেন এই সংস্থা সারা ভারতবর্ষের খুব নামি ইনস্টিটিউট। আমাদের ফিল্ম লাইনে এই ফ্যাশনর গুরুত্ব অপরিসীম। এখানকার ছেলেমেয়েদের কাজ আমার খুব ভাল লেগেছে। এই সংস্থার আর এক ডিরেক্টর সুসান ম্যানটোজ জানালেন এই ডিজাইন ইনস্টিটিউটে গ্লোবালি ২৫০০০ হাজার স্টুডেন্ট পাস করে প্রতি বছর। ২৪ বছরে ইতি মধ্যেই ৫ লক্ষ ছাত্র ছাত্রী পাস করেছে। সব মিলিয়ে লিন্ডসে স্ট্রিটের INIFD ফ্যাশনের ভারত ছাড়া বিদেশের বাজারে দারুন সারা ফেলেছে।