টিকিট এর সমস্যা এবার দার্জিলিং মেলেও
TODAYS বাংলা: টিকিট এর সমস্যা এবার দার্জিলিং মেলেও। কনফার্ম টিকিট থাকলেও জায়গা পাচ্ছেন না সেই টিকিটের যাত্রী। বেশী টাকা দিয়ে সিট বিক্রি করছেন টিকিট পরিক্ষকেরা অভিযোগ যাত্রীদের।যাত্রীদের অভিযোগ টিকিটের দাম দিয়েও তারা যেভাবে জায়গা পাচ্ছেন না সেটা প্রচণ্ডভাবে হতাশাজনক ব্যাপার।এক যাত্রীর অভিযোগ বাসের টিকিটের দাম প্রচণ্ড,আকাশপথে যাওয়া সবার পক্ষে সম্ভব নয় তাই যেভাবেই হোক ট্রেনের টিকিট পেতে হবে।

জায়গা পাবার জন্য তাই বেশী টাকা দিয়ে জায়গা করছেন যাত্রীরা।যাত্রীদের মধ্যে বেশীরভাগ বাইরের যাত্রী,তাই ফেরার তাগিদে মোটা টাকা দিয়ে রাত্রে শোবার ব্যাবস্থা করছেন তারা।এবিষয়ে রেলকে তারা মৌখিকভাবে জানিয়েও রেখেছেন।তবে রেলের কাছ থেকে এখনো এর উত্তর পাওয়া যায় নি।কারন রেলের তরফ থেকে দেখানো হয়েছে এটা দেখার দায়িত্ব তাদের নয়,এর দায়িত্ব ষ্টেশনের উপরই পড়ে।তবে তারা বিষয়টি নিয়ে চিন্তা করবে।সব যাত্রীই দার্জিলিং মেল ধরতে চান তাই একটু সমস্যা তৈরী হচ্ছে,রেলের তরফ থেকে প্রাথমিকভাবে এতটুকুই বলা হয়েছে।তবে যতক্ষননা পযর্ন্ত ব্যান্ডেল লাইন খুলবে ততদিন পযর্ন্ত এই সমস্যা থাকবে বলে জানিয়েছেন রেল দপ্তরের এক শীর্ষ আধিকারিক।