পুজোর সময় টয় ট্রেনের বুকিং শেষ
TODAYS বাংলা:
আর কটা দিন , তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব । অনেকেই পছন্দ করেন পুজোর সময় কোলাহল থেকে কিছুটা দূরে নিরিবিলি ভাবে পাহাড়ে কাটাতে। শরৎকালে পাহাড়ের পরিবেশ বড়ই মনোরম থাকে। বৃষ্টিপাত কদাচিত, ঠান্ডাও খুব একটা থাকে না। এই সময় পাহাড় ভ্রমণ সত্যিই অনেক সুবিধা জনক।

আগামী পহেলা অক্টোবর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত টয় ট্রেনের বুকিং খতম, সূত্রে খবর মিলেছে। পর্যটকদের এবারে পুজোর সময় পাহাড় ভ্রমণের উৎসাহ অনেকটাই বেড়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে। ওয়েটিং লিস্টে রয়েছে প্রচুর টিকিট, পুজোর সময় অনেকেই টয় ট্রেন করে পাহাড় ভ্রমণ করতে ভালোবাসেন। তবে টয় ট্রেনের টিকিট শেষ হওয়ার কারণে হতাশ হয়েছেন অনেকেই, ১৫ অক্টোবরের পর থেকে টিকিট পাওয়া যেতে পারে। তবে যেভাবে বুকিং হচ্ছে সে ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে টিকিট যে পাওয়াই যাবে এই কথা জোর দিয়ে বলা যাচ্ছে না।

যেভাবে টয় ট্রেনে বুকিং বাড়ছে খুশি হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। পর্যটকরা কিছুটা আশাবাদী চাহিদা বৃদ্ধির কারণে হয়তো পুজোর সময় টয়ট্রনের সংখ্যা বাড়ানো হতে পারে।