April 20, 2025 | Sunday | 2:01 PM

শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করাতে এসে হেনস্থার শিকার

0

TODAYS বাংলা: শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করাতে এসে হেনস্থার শিকার হচ্ছেন স্থানীয় মানুষ।অভিযোগ অনেকেরই।শিলিগুড়ি জেলা হাসপাতালে দিন হোক কিংবা রাত ভর্তি করাতে এসে সমস্যার মধ্যে পড়ছেন শিলিগুড়ির স্থানীয় মানুষ।

বহু মানুষ আছেন যাদের নার্সিংহোমে ভর্তি হবার মতন সামর্থ নেই,প্রতি দিনই হাসপাতালে আসছেন বহু আসহায় মানুষ,আর সামান্য কিছু অসুস্থ হলেই হাসপাতালে ভর্তি হতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছেন অনেককেই।বেশী অসুস্থ হয়ে পড়লে ভর্তি নিচ্ছেন না হাসপাতাল কতৃপক্ষ।

এক রোগী জানিয়েছেন হাসপাতালে ভর্তি হতে আসেন অসহায় মানুষেরাই।তারাই যদি ভর্তি হতে এসে এইরকমের অসুবিধার সামনে পড়ে যান তাদের পরিস্থিতি কি দাড়াবে?সামান্য পেটে ব্যাথা এবং মাথায় একজন সাধারন মানুষ যাবে কোথায়।

হাসপাতালের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে ভর্তি হতে গেলেই চাওয়া হচ্ছে নানান কাগজপত্র।যেটা দিতে গিয়ে একেবারেই অসুবিধার সামনে পড়তে হচ্ছে সবাইকেই।

যারা নিতান্তই গরীব তারাই যান একমাত্র হাসপাতালে তারাই যদি এই পরিস্থিতির মুখোমুখি হন তবে কিভাবে সাধারন মানুষ পরিসেবা পাবেন?এবিষয়ে হাসপাতালের সুপারকে জিঞ্জাসা করা হলে তিনি এই বিষয়ে কিছু বলতে চান নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *