মনসা প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে, দক্ষিণ দিনাজপুরের কুমোরটুলিতে এখন শুধুই ব্যস্ততা
TODAYS বাংলা, দক্ষিণ দিনাজপুর: কথায় বলে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ৷ এরমধ্যে মনসা পূজা, বিশ্বকর্মা পূজা এবং দুর্গাপূজা অন্যতম৷ এখন থেকেই পুরোদমে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি৷ সামনেই মা মনসা পূজা৷ তারপর বিশ্বকর্মা৷ এরপর শুরু দুর্গা পূজার কাউডাউন৷ উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গার কুমোরপাড়ায় মৃৎশিল্পীরা পুরোদমে ব্যস্ত প্রতিমা তৈরীর কাজে৷ একদিকে মা মনসা পূজা, বিশ্বকর্মা পূজা, অন্যদিকে দূর্গাপূজা৷ প্রসঙ্গত, চলতি মাসের ১৭ তারিখে মনসা পূজা তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার কুমোর পাড়ার মৃৎশিল্পীরা রাতদিন এক করে ঘেমে নিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত। এখন শুধুই ব্যস্ততা কুমোরটুলিতে। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। যার দরুন সম্পূর্ন ভাবে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা৷ গত দুবছর আগে করোনার অতিমারির দরুন পূজা পার্বন অনেক কম হওয়ার কারনে মৃৎশিল্পীদের প্রতিমার ব্যবসা হয়নি৷ ওই সময় তাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে৷ সেই ক্ষতি তুলে আনার জন্য এবার মৃৎশিল্পীরা অন্যান্য বছর তুলনায় বেশি প্রতিমা তৈরীর কাজে হাত দেন৷
