আলিপুরদুয়ারের যুবক অভিনব উপায়ে তরমুজ চাষ করে নজর কেড়েছেন
TODAYS বাংলা: গরমকালে তরমুজের জুড়ি মেলা ভার। তরমুজের পুষ্টিগুণ অসাধারণ, সাথে গরমের সময় ডিহাইড্রেশন জনিত সমস্যা কাটাতে সাহায্য করে। তরমুজ সাধারণত বেলে মাটিতে হয়ে থাকে।


তবে আলিপুরদুয়ারের প্রত্যন্ত গ্রাম কুমারগ্রাম ব্লক এর যুবক প্রতাপ বিশ্বাস নতুন পদ্ধতিতে তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। তরমুজ সাধারণত বেলে মাটিতে হয়। মাটির জল ধারণ ক্ষমতা বেশি থাকলে সেই মাটিতে তরমুজ চাষ হয় না। এছাড়া তরমুজ চাষের জন্য প্রচুর সূর্য লোকের প্রয়োজন।

তরমুজ চাষের অনুকূল পরিবেশ তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন প্রতাপ বিশ্বাস। তরমুজ বেলে মাটির ফসল হলেও ওই যুবক দোআঁশ মাটিতে তরমুজের চাষ করছে। গল্প নয় একেবারে সত্য ঘটনা। প্রতাপ বিশ্বাস এই নিয়ে রীতিমতো খোঁজখবর নিয়েছে, কিভাবে দোআঁশ মাটিতে তরমুজের চাষ করা হবে।

খোঁজখবর নেওয়ার পর আধুনিক কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে দোআঁশ মাটিতে পরীক্ষামূলক পদ্ধতি তে তরমুজের চাষ আবাদ করছে। আধুনিক কৃষি প্রযুক্তি কে কাজে লাগিয়ে তার উদ্যোগ যথেষ্ট পরিমাণে সফল হয়েছে। ইচ্ছে থাকলে উপায় হয় তা প্রমাণ করে দিয়েছে প্রত্যন্ত গ্রামের প্রতাপ বিশ্বাস।

তরমুজ চাষের জন্য প্রচুর পরিমাণে সূর্যালোকের দরকার হয়, পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক না পেলে তরমুজে স্বাদ পাওয়া যায় না। এছাড়া উঁচু মাটিতে তরমুজের চাষ করতে হয়। আধুনিক কৃষিবিদ্যাকে কাজে লাগিয়ে তরমুজ চাষের ক্ষেত্রে সফল হয়েছে সে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার সুবিধা রয়েছে অনেক। দ্রুত ফলন হয়, পোকামাকড়ের উপদ্রব খুব একটা হয় না, তরমুজের স্বাদ সুন্দর থাকে।