বিয়ের দাবিতে কলেজের এক অতিথি শিক্ষকের বাড়িতে ধর্নায় বসলেন যুবতী
TODAYS বাংলা: গতকালই হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষিকার চাকরি গিয়েছে। এবার বিয়ের দাবিতে কলেজের এক অতিথি শিক্ষকের বাড়িতে ধর্নায় বসলেন যুবতী। মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার নিশিগঞ্জে। জানা গিয়েছে, বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন ওই অতিথি শিক্ষক। যুবতীর দাবি, ওই অতিথি শিক্ষকের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। অপরদিকে অতিথি শিক্ষক টেলিফোনে জানান, ঘটকের মাধ্যমে এক সপ্তাহ আগে বিয়ের প্রস্তাব আসে।

দু-একবার যুবতীর সঙ্গে ফোনে কথা হয়। এর বেশি আর কিছু নেই। তাঁকে ফাঁসানো হচ্ছে।যুবতীর সাথে তার কোন বিশেষ সম্পর্ক নেই তার।গতকাল তার চাকরি হারানোর পরে আজকেই তার ধর্নার ব্যাপার জানাজানি হয়ে যাওয়ায় চারিদিক থেকে লোক চলে আসেন ওই যুবতীর সামনে।তবে কেউ ওই যুবতীকে সমর্থন করেন নি।অনেকেই ওই যুবতীকে বাড়ি ফিরে যেতে বলেন। কিন্তুু যুবতী নাছোড়বান্দা হওয়ায় কেউ আর উপদেশ দিতে এগিয়ে যান নি।