জলপাইগুড়ির কলেজপাড়ায় ওষুধের দোকানে চুরি
TODAYS বাংলা: গভীর রাতে জলপাইগুড়ির কলেজপাড়ায় একটি ওষুধের দোকান থেকে চুরি হয়ে গেল বেশ কয়েকটি নামী ওষুধ টাকা পয়সা এবং প্রেসার মাপার যন্ত্র। জলপাইগুড়ি কলেজপাড়ার সাগর দত্ত এই তার বন্ধু অজয় কর দুজনে মিলে একটি ওষুধের দোকান চালাতেন।সেই দোকানটি ছিল মুলত গরীবদের জন্য,সেই দোকানটিতে ওষুধ ছাড়াও বিনামুল্যে মাপা হত প্রেসার বয়ষ্কদের জন্য ওষুধের ছাড় ছিল পঞ্চাশ শতাংশ এবং সবার জন্য ছিল কুড়ি শতাংশ।এছারাও এক্সরে এবং সুগার টেষ্ট করা হত বিনামুল্যে।

গতকাল গভীর রাত্রে ওই দোকান থেকে চুরি হয়ে যায় তিন লক্ষ টাকার জিনিস এবং নগদ প্রায় সাত হাজার টাকা।আজ সকালে এক হকার দেখেন দোকানটি খোলা এবং বেশ কিছু ওষুধ বাইরে পড়ে আছে।তিনি চিৎকার করে লোক ডাকেন।ওই দোকানের মালিকেরা দোকানে ঢুকে দেখেন বেশকিছু ওষুধ বাইরে পড়ে আছে এবং ক্যাশবাষ্ক খোলা।পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।