April 20, 2025 | Sunday | 3:28 AM

তৃতীয় বিশ্বযুদ্ধের আহ্বান জানালেন ন্যাটো

0

TODAYS বাংলাঃ মুখোশ সরিয়ে ফেলে এবার রাশিয়ার বিরুদ্ধে অঘোষিত যুদ্ধে ঝাঁপানোর সিদ্ধান্ত নিল যুদ্ধবাজ হিসেবে পরিচিত ন্যাটো জোট। মার্কিন যুক্তরাষ্ট্রের তাঁবেদার হিসেবে পরিচিত ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেন্টবার্গ সোমবার এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনকে এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র ও অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র দিয়ে সহযোগিতা করা হবে।’ পাশাপাশি শত্রু রাশিয়ার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াইয়ের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির ভূয়সী প্রশংসাও করেছেন ন্যাটো মহাসচিব।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনকে অস্ত্রের জোগান দেওয়ার কথা বলে মূলত এদিন তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছেন একাধিক দেশে গণহত্যার মূলপাণ্ডা তথা ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেন্টবার্গ।

উত্তর আতলান্তিক মহাসাগরের তীরবর্তী দেশগুলিকে নিয়ে গঠিত ন্যাটো ক্রমশই ইউরোপে নাক গলাতে শুরু করেছে। আর ন্যাটো জোটের লক্ষ্য যে গোটা বিশ্বকে কব্জা করা, তা বুঝতে পেরেই মার্কিন তাঁবেদার হিসেবে পরিচিত ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপীয় দেশ হয়েও যেভাবে ইউক্রেন ন্যাটো জোটে ঢোকার চেষ্টা করছে, তা মেনে নিতে পারেননি তিনি। ইউক্রেন ন্যাটোর অন্তর্ভুক্ত হলে যে ভবিষ্যতে আক্রংনের মুখে পড়তে হতে পারে, সেই আশঙ্কা রয়েছে তাঁর।

গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই মস্কোর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরম মিত্র হিসেবে পরিচিত ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি। কিন্তু ইউক্রেনে রুশ আক্রমণের নিন্দা করলেও জেলেনস্কির দেশকে অস্ত্র কিংবা সৈন্য দিয়ে সাহায্যের কথা বলেনি ন্যাটো। বরং সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছিল, ‘রুশ-ইউক্রেন সঙ্ঘাতে কোনও রিকম জড়ানো হবে না।’

কিন্তু এদিন সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে ইউক্রেনকে সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করার কথা জানিয়েছেন ন্যাটো মহাসচিব। শুধু তাই নয়, রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যাতে পাশে পাওয়া যায়, তার জন্য লিথুনিয়া ও স্লোভেনিয়ার প্-রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে একপ্রস্থ কথা বলেছেন ন্যাটো মহাসচিব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *