এবারে জলপাইগুড়ি থেকে উদ্বার হল এক বিরল প্রজাতির কচ্ছপ
TODAYS বাংলা:
এবারে জলপাইগুড়ি থেকে উদ্বার হল এক বিরল প্রজাতির কচ্ছপ।আজ সকালে জলপাইগুড়ির মোহন্তপাড়া থেকে বন দপ্তরের কর্মীরা উদ্বার করে ওই বিরল প্রজাতির কচ্ছপকে।

তাদের অনুমান চোরা কারবারীরাই এই কচ্ছপ কে রেখে চলে গিয়েছে ধরা পড়ে যাবার ভয়ে।কচ্ছপটি কোথা থেকে এসেছে কিভাবে কার দ্বারা এখানে আসল তা খতিয়ে দেখছে বনকর্মীরা।

তবে কচ্ছপটি ভারতের কোন রাজ্য থেকে আসেনি বলে দাবী বনকর্মীদের।প্রথমে ক্যাঙ্গারু এর পরে নীল গাই এবং তার পরে এই কচ্ছপ ধরা পড়বার পরে একটাই চিন্তা করছেন স্থানীয় মানুষেরা,এতটা চোরাকারবার বৃদ্বি পেল কিভাবে।

আর ওই কচ্ছপের সাথে আরো কচ্ছপ আছে কিনা কিংবা অন্য কোন পশু আছে কি না সেটাও খতিয়ে দেখছে বনদপ্তর।এই বিরল প্রজাতির কচ্ছপ খুব সম্ভবত আফ্রিকার কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে বলে দাবী করছেন বন দপ্তরের বিশেষজ্ঞরা।

উত্তরবঙ্গের এই পশুপাচার গত ছমাসে বৃদ্বি পেয়েছে আনেকটাই।তাই কারা কারা এই চোরা কারবারের সাথে যুক্ত সেটাও তদন্ত করে দেখছে বনবিভাগ।তবে জলপাইগুড়ির একেবারে শহরতলিতে এইরকমের বিরল প্রজাতির কচ্ছপ কিভাবে এসে পৌছালো সেটা ভেবেই অবাক হচ্ছেন জলপাইগুড়ির সাধারন মানুষ।