এবারে বিক্ষোভ হায়দারপাড়ার শ্রীগুরু বিদ্যাপীঠের ছাত্রীদের
TODAYS বাংলা: এবারে বিক্ষোভ হায়দারপাড়ার শ্রীগুরু বিদ্যাপীঠের ছাত্রীদের। উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হওয়া ছাত্রীরা আজ রবিবারেও বিক্ষোভ শুরু করেছে ইষ্কুলের সামনে।তাদের অভিযোগ যেখানে করোনা এবং লকডাউনের সময় পরিক্ষা না দিয়েও ছাত্রছাত্রী সবাইকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে,খারাপদের আলাদা করে দেখা হয় নি সেখানে কিকরে এইবার পরিক্ষা দিয়েও ছাত্রছাত্রীদেরকে ফেল করানো হল?ইষ্কুল কতৃপক্ষকে জবাব দিতেই হবে।

আর তারা এমনকিছু খারাপ পরিক্ষা দেয় নি,ফেল করে তারা বাড়িতে ঢুকতে পারছে না।আজ রবিবারেও সকাল থেকেই ছাত্রীরা ইষ্কুলের সামনে চলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে,তারা দাবী জানায় প্রধান শিক্ষিকাকে এখনই ইষ্কুলে আসতে হবে।প্রধান শিক্ষিকা সোমা পালচৌধুরী জানান এখানে ইষ্কুল কতৃপক্ষ কি করতে পারে,ওরা কেরকম পরিক্ষা দিয়েছে সেটা তো একমাত্র ওরাই বলতে পারবে।তবে যা হয়েছে দুর্ভাগ্যজনক।আমি সব ছাত্রছাত্রীদের আগামী 25তারিখ ইষ্কুলে আসতে বলেছি।ইষ্কুলের পক্ষ থেকে সব ছাত্রছাত্রীর রেজাল্ট রিভিউ করাতে দেওয়া হচ্ছে, রেজাল্ট কি আসে তারপরেই আমরা সব সিদ্ধান্ত নেব জানালেন তিনি।