শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে এবছরের মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠান করা হলো
TODAYS বাংলা, শ্রেয়া দাস: শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আই সি এস ই, আই এস সি, সি বি এস সি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান করা হল। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।এছারাও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের এম আই সি শ্রাবনী দত্ত এবং অন্যান্য কাউন্সিল এবং এম আই সি রা।

এদিন মেয়র গৌতম দেব জানান পরপর দুবছর ধরে করোনা আবহের কারনে এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান করা হয়ে ওঠে নি।কারন যারা ভালো রেজাল্ট করে তাদের একটা আশা থাকে।তাই আর দেরী করা হল না।এদিন গৌতম দেব আরো জানান আমাদের লক্ষ যাতে এই সব ছাত্রছাত্রীরা ভবিষ্যতে ভালো সূযোগ সুবিধা পায়।কারন সবাই তো আর্থিকভাবে সচ্ছল নয়,তাই পুরনিগমের দায়িত্বের মধ্যে পড়ে এইসব দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদেরকে সাহায্য করা।এদিন প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে।