রবিতীর্থ ক্লাব এবারের থিম “আনন্দধারা বহিছে ভুবনে “
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে রবিতীর্থ ক্লাব কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম : রবিতীর্থ ক্লাব
১) কত বছরের পুজো আপনাদের?
উঃ এই বছর আমাদের দূর্গা পূজার সুবর্নজয়ন্তীবর্ষ।
২) এবারের থিম কি?
উঃ এবারের থিম ‘আনন্দধারা বহিছে ভুবনে ‘।

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর চার মাস আগে থেকে নেওয়া হয়।
৪) থিমের ভাবনার কারণ?
উঃ বিগত দু’ বছর অন্ধকারময় জীবন কাটিয়ে মা দূর্গার আগমনে আমরা আনন্দিত ও উৎসবে মেতে উঠেছি। ইউনেসকোর স্বীকৃতি পাওয়ায় দূর্গা পূজা আজ বিশ্বজনীন আর তাই আনন্দধারা বহিছে ভুবনে।

