অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের এবারের থিম “ভাগাড়ের মা”
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম : অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব
১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উঃ ৪২ তম বর্ষ
২) এবারের থিম কি?
উঃভাগাড়ের মা

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃতিন মাস
৪) থিমের ভাবনার কারণ?
উঃপাপিয়া করের কর্মকলাপ জনসমক্ষে তুলে ধরা।

