জাগরী ক্লাবের এবারের থিম “আলোর দিশারী “
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে জাগরী ক্লাবের কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম: জাগরী
১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উঃ ৬১ তম বছর
২) এবারের থিম কি?
উঃ আলোর দিশারী

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ ৪ মাস
৪) এই থিমের ভাবনার কারণ ?
উঃ জগরির থিম – পৃথিবী মন্দ মন দিয়ে ভরা, মানবতা ভুলে গেছে, শুধুমাত্র স্বার্থপর দৈত্য আছে,অর্থ মুঞ্জার,সর্বত্র ঈর্ষা, একমাত্র উদ্দেশ্য প্রতিটি মাঠে রাজা হতে হয়,এখনও আমরা বর্ণ,ধর্মে বৈষম্যের বিশ্বাসী,তাই এই মন্দ মন থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল ঈশ্বর ও মা দুর্গার জ্ঞানগর্ভ পথ মানবতার আনন্দময় বিশ্বের গাইড,বিভিন্ন রঙের মাধ্যমে আমরা আমাদের দুর্গা পূজা উপস্থাপন করছি, আমরা আমাদের দুর্গা পুজা উপস্থাপন করছি

