খিদিরপুর যুবগীষ্ঠী এবারের থিম ” নবদুর্গা “
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে খিদিরপুর যুবগীষ্ঠী কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-
পুজো কমিটির নাম : খিদিরপুর যুবগীষ্ঠী

১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উ: ৬১ তম বর্ষ
২) এবারের থিম কি?
উ: নবদুর্গা

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উ: ৭৫ দিন আগে
৪) থিমের ভাবনার কারণ?
উ: আমরা মায়ের সনাতনী রূপের সঙ্গে নয় দিন অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে নবদুর্গার নয় টি রূপের পুজো এক একদিন করে সম্পন্ন করি . আমাদের এলাকায় বাঙালি মানুষজনের সাথে অবাঙালি সম্প্রদায়ের মানুষজনের বসবাস . দুর্গাপুজোতে সকল সম্প্রদায়ের মানুষজনের মেলবন্ধন হয়ে থাকে . আমাদের পুজোতেও বাঙালি , অবাঙালি সকল সম্প্রদায়ের মানুষ একসাথে অংশগ্রহণ করে . সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুসম্পর্ক গড়ে তোলাই আমাদের দুর্গাপুজোর মূল লক্ষ্য



