পল্লী উন্নয়ন সমিতির এবারের থিম “পত্র-পাঠ”
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে পল্লী উন্নয়ন সমিতি,পশ্চিম পুটিয়ারী কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-


১) পুজো কমিটির নাম
উঃ পল্লী উন্নয়ন সমিতি,পশ্চিম পুটিয়ারী

২) কত বছরের পুজো?
উঃ পল্লী উন্নয়ন সমিতি খুব আনন্দের সাথে জানাচ্ছে যে বর্তমান বৎসরে আমরা আমাদের ৬৮ তম সর্বজনীন দুর্গোৎসবের আয়োজন করছি।

৩) এবারের থিম কি?
উঃ আমাদের এবারের থিম পত্র-পাঠ
৪) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ প্যান্ডেল তৈরী করার প্রাথমিক উদ্যোগ ৫ মাস আগে থেকে নেওয়া হয়েছে

৫) থিমের ভাবনার কারণ?
উঃ পল্লী উন্নয়ন সমিতি, দুর্গা পুজোর সংগঠক হিসেবে বরাবরই চেষ্টা করে উৎসবের সাথে মানানসই দৃষ্টিনন্দন, নান্দনিক কিছু উপস্থাপিত করার। কিন্তু সাথে এটাও প্রচেষ্টা থাকে যাতে সামাজিক কোনো বার্তা তাতে থাকে যা মানুষের কাছে তুলে ধরা যায়। এর বড়ো কারণ হিসেবে আমরা মনে করি যে আজ থিম ভিত্তিক দুর্গা পুজো যে public art form এর প্রেক্ষাপট কে ছুঁয়ে গেছে সেখানে মানুষের কাছে কোনও সামাজিক বার্তা পৌঁছে দিতে হলে এটাই সর্ববৃহৎ মঞ্চ। অতীতেও আমরা লুপ্ত প্রায় গালার পুতুল, shadow art , বর্জিত সামগ্রী, নারী পুরুষের সমান অধিকারের মতো বিষয় বস্তু ও চিন্তা ভাবনা মানুষের কাছে উপস্থাপিত করেছি।

বর্তমান বছরের বিষয় বস্তু নিয়ে শিল্পী সোমনাথ তামলির সাথে যখন আমরা আলোচনায় বসি তখন আমরা নিজেরা ভীষণ ভাবে অবাক হই যে পাতাকে কেন্দ্র করে এমন একটি চিন্তা ধারা উপস্থাপিত করা যায় যেখানে দৈনন্দিন জীবনে পাতার যে চিরন্তন আদি ও অকৃত্রিম প্রভাব রয়েছে তাকে এতো সরল ও নান্দনিক ভাবে উপস্থাপিত করা যায় । আমরা দৈনন্দিন জীবনে সেই সব প্রভাবের মধ্যে দিয়ে যাত্রা করি কিন্তু তার ব্যাপ্তিকে সামগ্রিক ভাবে অনুভব করে উঠতে ব্যর্থ। তাই তো পরিবেশ নিয়ন্ত্রক হিসেবে পাতার বৈজ্ঞানিক ভিত্তি জেনেও আমরা পরিবেশ ধ্বংসে লিপ্ত। তাই পাতার গুরুত্বকে পুনরায় উপলব্ধি ও সমাজে পুনরায় প্রতিষ্ঠা করাই আমাদের বর্তমান বছরের প্রয়াসের লক্ষ্য।
