টালাপার্ক পনেরো পল্লীর এবারের থিম “দশের সৃষ্টি একের প্রাপ্তি “
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে টালাপার্ক পনেরো পল্লীর কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম: টালাপার্ক পনেরো পল্লী
১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উঃ ৮২ তম বছর
২) এবারের থিম কি?
উঃ দশের সৃষ্টি একের প্রাপ্তি

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ ৪ মাস
৪) থিমের ভাবনার কারণ?
উঃ প্যান্ডেল থেকে প্রতিমা সমস্ত কিছুই রূপায়ণ করতে শিল্পী থেকে শুরু করে ক্লাব সদস্য , মিডিয়া,বিভিন্ন বিজ্ঞাপন এজেন্সি এছাড়াও সমাজের বহু মানুষ এর একত্রিত প্রচেষ্টায় ভাবনা টি সাফল্য পায় আর তার প্রাপ্তি হিসাবে আমরা এত দিনের প্রচেষ্টায়, দুর্গা পূজা কে ইউনিস্কোর হেরিটেজ স্বীকৃতি।।আর সেটাই হলো বড়ো প্রাপ্তি।।
তাই আমাদের ভাবনার নাম
দশের সৃষ্টি একের প্রাপ্তি

