বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন দুর্গোৎসব এবারের থিম “আশ্রয় “
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন দুর্গোৎসব কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম : বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন দুর্গোৎসব
১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উ: আমাদের পুজো ৭৩ বছর এর
২) এবারের থিম কি?
উ: আশ্রয়

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উ: তিন মাস আগে থেকে
৪) থিমের ভাবনার কারণ?
উ: আশ্রয়:কোরোনা মহামারী আফান ইয়াসের মতো প্রাকৃতিক তান্ডবের ফলে কেড়ে নিয়েছে মানব জীবন তথা প্রানীকূলের বেঁচে থাকার আশ্বাস। আশ্রয় হীন হয়ে পরেছে বহু মানুষ। তাই আমাদের এবারের শারদ ভাবনায় বেজে উঠছে সেই প্রান্তিক মানুষগুলোর আশ্রয়ের জয়োগান।
