April 20, 2025 | Sunday | 2:24 AM

মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব সভাপতি গৌতম অধিকারীর নেতৃত্বে ডায়মন্ড হারবার রাজ পথে সামিল কয়েক হাজার বাইক মিছিল

0

TODAYS বাংলা,বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- দিনের পর দিন পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের দিনদিন পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েক হাজার বাইক নিয়ে বিক্ষোভ মিছিল করে I

এই মিছিলের নেতৃত্ব দেন ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের তৃনমূল যুব সভাপতি গৌতম অধিকারী,এছাড়াও সঙ্গে ছিলেন বিধায়ক পান্নালাল হালদার, টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার সহ ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের সকল অঞ্চল তৃনমূলের যুব নেতৃত্বরা I

মিছিল শুরু হয় মোহন পুর পেট্রোল পাম্প থেকে, অসংখ্য বাইক কপার্ট হাটে এসে বাইক গুলো নিয়ে পায়ে হেঁটে ঠেলতে ঠেলতে ডায়মন্ড হারবার জেটি ঘাট পর্যন্ত প্রায় ৬কিলোমিটার পর্যন্ত এসে মিছিল শেষ করে।


এরপর পথসভার শেষে ব্লক ১ যুব সভাপতি গৌতম অধিকারী সংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কেন্দ্রে বিজেপি সরকার দিনদিন পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ঘটিয়ে চলেছে এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের I

গত এক মাসে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া, কেন্দ্র সরকার ভোট আসলে পেট্রোপণ্যের কোন মূল্য বৃদ্ধি ঘটায় না, ভোট শেষ হলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে থাকে,তাতে আমজনতার রান্নাঘরে টান পড়ে I একজন সাধারন মানুষের দৈনন্দিন খরচের টাকা যোগাতে গিয়ে চোখে সর্ষেফুল দেখছে I

মূল্যবৃদ্ধির কথা বলতে গিয়ে তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে চাইছে দেশটাকে লুটেপুটে খাওয়ার সহজ পন্থা বেছে নিয়েছে I এবং সবার শেষে দাবি করেন ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কে তারা ভোট দিয়ে জয়ী করবেন I

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *